প্রাণ-আরএফএল’র উদ্যোগে ফেনীতে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০২ জুন ২০২৩

‘পরিবেশ বাঁচলেই, বাঁচবে পৃথিবী’ এই স্লোগানে প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান মিঠাই’র আয়োজনে ফেনীতে পরিবেশ সচেতনতা র্যালি ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জুন) বিকেলে ক্যাম্পেইনের অংশ হিসেবে পড়ে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিষ্কার করা হয় এবং মানুষ যেন যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান মিঠাই’র আয়োজনে সুসজ্জিত র্যালিটি ফেনী সদর উপজেলার রাণীর হাট প্রদক্ষিণ করে মিঠাই’র কারাখানায় গিয়ে শেষ হয়। এ সময় ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ স্লোগান দেন প্রাণের কর্মীরা। পরে বাজারের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জনসচেতনতা তৈরি করা হয়।

র্যালিতে উপস্থিত ছিলেন মিঠাই’র অপারেশন ম্যানেজার প্রকৌশলী লুৎফর রহমান, কোয়ালিটি ম্যানেজার এএসএম ওমর ফারুক, এডমিন ম্যানেজার কাজী ফখরুল ইসলাম সজীব, প্রোডাকশন ম্যানেজার মো. ইলিয়াস হোসাইন, ম্যানেজার মো. আলতাফ হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

মিঠাই’র এডমিন ম্যানেজার কাজী ফখরুল ইসলাম সজীব বলেন, প্লাস্টিক পণ্যের পুনর্ব্যবহার করে প্রতিবছর সিঙ্গেল ইউজ প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক রিসাইক্লিং করে শতাধিক ধরনের পণ্য বানাচ্ছে প্রাণ-আরএফএল।

মিঠাই’র কোয়ালিটি ম্যানেজার এএসএম ওমর ফারুক বলেন, আন্তর্জাতিক পরিবেশ দিবস সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনমানুষকে সচেতন করতে ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। ফেনীসহ দেশের ২৪টি জেলার ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ নামে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ক্যাম্পেইন চালু করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।