বিদ্যুতের খুঁটিতে ঝুলছিল লাইনম্যানের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০২ জুন ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতের খুঁটিতে উঠে হাদী মিয়া (২০) নামে এক লাইনম্যান মারা গেছেন। শুক্রবার (২ জুন) সকাল ১০টার দিকে হোসেনপুর মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

হাদী মিয়া ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচূড়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি হোসেনপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, হাদী মিয়া বিদ্যুৎ সংযোগ বন্ধ করেই কাজ করছিলেন। হঠাৎ একটি লাইন চালু হয়ে গেলে শুক্রবার সকাল ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট তিনি মারা যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

এসকে রাসেল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।