ময়মনসিংহ

স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়ে ছাত্রলীগ-যুবলীগের হামলা, গুলিবিদ্ধ ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০১ জুন ২০২৩

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর কার্যালয়ে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্রপ্রার্থীর অন্তত ১৫ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে আটজন গুলিবিদ্ধ বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যার পর উপজেলার তারাকান্দা বাজারের থানার সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ময়মনসিংহ-শেরপুর এবং ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে অন্তত ১০-১২ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, তারাকান্দায গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আটজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলার পর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঞ্জরুল ইসলাম/এসআর/আরএইচ

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।