পরাজিত হবে জেনে আ’লীগ কায়দা করে ইলেকশন করতে চায়: নজরুল ইসলাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ বারবার হেরেছে এবং বারবার হারবে ইনশা আল্লাহ। এটা জানে বলেই তারা কায়দা-কৌশল করে ইলেকশন করতে চান।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
নজরুল ইসলাম খান আরও বলেন, আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক প্রাচীনতম রাজনৈতিক দল হয়েও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপির কাছে পরাজিত হয়েছে। আজ যারা ক্ষমতায় তারা গণতন্ত্রকে জবাই করেছিলেন। জিয়াউর রহমান সেই জবাই করা গণতন্ত্রের গোরস্থানের ওপর থেকে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন।
সভায় বক্তব্য রাখেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, জেলা কমিটির সদস্য সচিব অ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ।
মিলন রহমান/এসআর