খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৪

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীদের অব্যাহত খুন, গুম, অপহরণ ও চাঁদাবাজির প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

জেলা সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ কমিটি সোমবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে সংগঠনের আহবায়ক খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে, মানিকছড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে নাগরিক কমিটির ডাকে মানিকছড়িতে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল চলছে। অন্যদিকে, পানছড়িতে দুই বাঙালী দম্পতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাঙালী ছাত্র পরিষদের সোমবারের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধও পালিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।