চুরি-হারিয়ে যাওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:০৭ পিএম, ৩১ মে ২০২৩

বাগেরহাটে বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া ৫০টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধার করা এসব ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার কে এম আরিফুল হক।

হারিয়ে যাওয়া ও চুরি হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে এসব ফোন উদ্ধার করা হয়।

শরণখোলা উপজেলার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘ফোন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করেছিলাম। পরে কোনো খোঁজখবর না থাকায় ভেবেছিলাম আর পাবো না। গতকাল রাতে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার ফোন উদ্ধার হয়েছে। ফোনটি পেয়ে খুব খুশি হয়েছি।’

চুরি-হারিয়ে যাওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ

আমেনা বেগম নামের এক নারী বলেন, ‘জিডি করা থেকে শুরু করে ফোন উদ্ধারের পর আমার হাতে হস্তান্তর পর্যন্ত কোনো ধরনের হয়রানি বা টাকা-পয়সা খরচ হয়নি আমার। কাউকে দিয়ে সুপারিশও করানো লাগেনি। ফোনটি উদ্ধার করে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানাই।’

বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫০টি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। প্রকৃত মালিকদের কাছে এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তবে ফোন ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন থাকতে হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।