খুলনার গণগ্রন্থাগার ঘুরে গেলেন প্রধান নির্বাচন কমিশনার
খুলনার বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার পরিদর্শন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (৩১ মে) বিকেলে তিনি গণগ্রান্থাগারে যান। এ সময় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানসহ (অব.) খুলনা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্মৃতিচারণ করেন। এ সময়
তিনি পাঠকদের উদ্দেশ্যে বলেন, জ্ঞানভিক্তিক সুশিক্ষিত জাতি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ কারণে বই পড়ার কোনো বিকল্প নেই।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এক সময় এ গ্রন্থাগারের নিয়মিত পাঠক ছিলেন।
আলমগীর হান্নান/এসজে/জিকেএস