পিরোজপুরে ইয়াবাসহ বরখাস্ত কারারক্ষী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:১০ পিএম, ৩১ মে ২০২৩
ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন জাহিদুল ইসলাম

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম (৪৩) নামে বরখাস্ত হওয়া এক কারারক্ষীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা পাওয়া যায়।

বুধবার (৩১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার জাহিদুল উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা। এর আগে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়োন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ শাখার পরিদর্শক আসলাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ির সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে ২৪ আগস্ট জাহিদুল কাউখালীতে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ নিজ বসত ঘর থেকে গ্রেফতার হয়েছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠিতে তিনটি মাদক মামলা আছে। ওই সব মামলায় তিনি চাকরি থেকে বরখাস্ত হন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জাগো নিউজকে বলেন, ওই বরখাস্তকৃত কারারক্ষীকে ডিবি পুলিশ আটক করেছে। এ বিষয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।