প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সংবাদ সংস্থার সংখ্যা বেড়েছে, মানোন্নয়ন হয়নি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৩১ মে ২০২৩

সংবাদ সংস্থার সংখ্যা বেড়েছে, কিন্তু মানোন্নয়ন হয়নি বলে জানিয়েছেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

তিনি বলেন, সংবাদের মানোন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণ করতে হবে। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে। যেখানে সাংবাদিকদের সব তথ্য থাকবে।

বুধবার (৩১মে) সকালে নাটোর সার্কিট হাউজ কনফারেন্স রুমে ‘প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. নিজামুল হক নাসিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেছিলেন। আমাদের পর ভারত ও শীলঙ্কাসহ অনেক দেশে প্রেস কাউন্সিলের জন্ম হয়েছে। দেশে সাংবাদিক বেড়েছে, গণমাধ্যম বেড়েছে। সাংবাদিকদের মানও বেড়েছে। সংবাদপত্র ও সংবাদ সংস্থার মান সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে এ প্রেস কাউন্সিল।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান আরও বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের মানোন্নয়নে কাজ চলছে। এ লক্ষ্যে দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেজ তৈরি হচ্ছে। পেশার উৎকর্ষতা সাধনে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা সুনির্দিষ্টকরণ এবং ক্ষেত্রবিশেষে অভিজ্ঞতাকে মূল্যায়ন করা হবে।

নাটোরের জেলা প্রশাসক আবু বাছের ভূঁঞার সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিল উপ-সচিব মো. মাসুদ খান, সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক রণেন রায়, জুলফিকার হায়দার জোসেফ, বুলবুল আহমেদ, সুফি সান্টু, নাসিম উদ্দিন নাসিম, কামাল মৃধা।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।