নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১১ পিএম, ৩১ মে ২০২৩

ফরিদপুরের সদরপুরে সেতু নির্মাণ কাজের মাটি ধসে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাবেদ খান (২৩), জুলহাস (২৪) ও অন্তর শেখ (২২)। আহত যুবকের নাম নজরুল ইসলাম (৩০)।

বিজ্ঞাপন

ফরিদপুরে মাটি ধসে ৩ নির্মাণশ্রমিক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামে সেতু নির্মাণের জন্য মাটি খননকাজ চলছিল। শ্রমিকরা ওই সময় সেতুর নিচের অংশে পাইলিংয়ের কাজ করছিলেন। হঠাৎ সেতুর পূর্ব পাশের মাটি ধসে পড়ে। এ সময় মাটি চাপায় জাবেদ, জুলহাস ও অন্তর নিহত হন। আহত হন নজরুল ইসলাম। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: পাহাড়ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

এ বিষয়ে ঠিকাদার ইমতিয়াজ আসিফের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

ফরিদপুরে মাটি ধসে ৩ নির্মাণশ্রমিক নিহত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মাটিচাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।