ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৪৮ এএম, ৩১ মে ২০২৩
ফাইল ছবি

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুর রওফের দেড় বছর বয়সের আছিয়া ও রাবেয়া (৩)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিকেলের দিকে ওই দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। খেলাধুলা করার একপর্যায়ে বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। দুই শিশুকে আশপাশে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে তার স্বজনরা।

এমন খবর স্থানীয়দের কাছে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঞ্জুরুল ইসলাম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।