মেয়র হলে লেডিস মার্কেট-বিশ্ববিদ্যালয় গড়বেন হাতপাখার আউয়াল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ৩০ মে ২০২৩
গণসংযোগ করেন হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল

বরিশালে নারী-শিশুদের ন্যায্য অধিকার আদায়ের প্রতিশ্রুতিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল।

তার মতে, নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা একমাত্র ইসলাম যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারে। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামের অনুশাসনের বিকল্প নেই।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে নগরীর খালিশপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান।

মেয়রপ্রার্থী আউয়াল বলেন, আমি বিজয়ী হলে খুলনা সিটি করপোরেশনের সব নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবো। নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে শুধু আইনের যথাযথ প্রয়োগই নয় বরং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী সমাজের নিরাপত্তা ও সম্মানসুরক্ষায় কঠোর আইন তৈরি হবে।

তিনি আরও বলেন, শিশু নির্যাতন প্রতিরোধ ও কন্যাশিশু লালন পালনে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে। নারীর জন্য পৃথক ‘লেডিস মার্কেট’, মহিলা বিশ্ববিদ্যালয়, মহিলা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। নারীসমাজের অবমাননা, সামাজিক অবক্ষয় ও এইডস প্রতিরোধে নগরীতে পতিতাবৃত্তি, ব্যভিচার, লিভ টুগেদার ও ইভটিজিং প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

গণসংযোগে মেয়রপ্রার্থীর সঙ্গে আরও ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতি আমানুল্লাহ, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ-সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সমন্বয়কারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন।

আলমগীর হান্নান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।