ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৩০ মে ২০২৩

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় শান্তি মিয়া (৩৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শান্তি মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল মোত্তালিবের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন শান্তি মিয়া। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক সড়কের ছয়মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শান্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যান।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।