প্রত্যেকের একটি করে হলেও তালগাছ রোপণ করা প্রয়োজন: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৯ মে ২০২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তালগাছ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বজ্রনিরোধক হিসেবে কাজ করে। প্রত্যেকের একটি করে হলেও তালগাছ রোপণ করা প্রয়োজন।

সোমবার (২৯ মে) সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশকপুর-আসনদী সড়কে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, তালগাছ রোপণ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। এলজিইডি বা সড়ক ও জনপথ (সওজ) কোনো রাস্তা সম্প্রসারণ বা নতুন রাস্তা তৈরিতে তালগাছ রোপণের জন্য বাজেট রাখছে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ ও ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আশকপুর-আসনদী এক কিলোমিটার সড়কের দুই পাশে ৪০০টি তালগাছ রোপণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আব্বাস আলী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।