নাসিকের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৯ মে ২০২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আসাদুল (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১টায় শহরের টানবাজার এলাকার নাসিকের নির্মাণাধীন পদ্ম সিটি প্লাজা-২ ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত আসাদুল রংপুরের মতিউর রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার ঘোষের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নিহত আসাদুলের সহযোগী আল আমিন বলেন, সকালে আমরা একসঙ্গে মাচায় উঠে ১৪তলায় কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে হঠাৎ সে মাচা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানার এসআই বোরহান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।