হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গরু চুরি করতে গিয়ে ধরা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গরু চুরির সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুজনকে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (২৮ মে) দিনগত রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামের কুদ্দুস শেখের গরু চুরি করতে গেলে মারধরের শিকার হন তারা। দুজনই পুলিশ হেফাজতে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আটক দুজন হলেন- বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী পূর্বপাড়া গ্রামের সৈয়দ শেখ ওরফে দিনুর ছেলে সাইফুল শেখ ওরফে রিপন (৩০) ও ফরিদপুর জেলার সোয়ারীবাপুর গ্রামের হামিদ শেখের ছেলে খোকন শেখ (৩৫)। এদের মধ্যে সাইফুল ভ্যান ছিনতাইকালে চালককে গলা কেটে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
কুদ্দুস শেখের ছেলে নাজির হোসেন বলেন, পাশের তায়জাল শেখের বাড়ি থেকে এক সপ্তাহ আগে দুটি গরু, জাবরকোল গ্রামের শাহাজান ফকির ওরফে সাজার একটি ছাগল ও একটি গরু চুরি হয়। এরপর থেকেই কুদ্দুস শেখ গোয়াল ঘরে রাতে গরু পাহারা দেন। রোববার রাতে হঠাৎ চোরের দল গরু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই কুদ্দুস একজনকে জাপটে ধরেন। তার চিৎকারে এলাকাবাসী এসে আরও একজনকে আটক করেন। এ সময় মোটরসাইকেলযোগে আরও তিনজন চোর পালিয়ে যান। দুজনকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, স্থানীয় এলাকাবাসী দুজন আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এদের মধ্যে সাইফুল শেখ ওরফে রিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দুজনকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুবেলুর রহমান/এসজে/জেআইএম