দাওয়াত না দেওয়ায় দোয়া অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৯ মে ২০২৩

দাওয়াত না দেওয়ায় যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহমুদকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে দোয়া অনুষ্ঠান পণ্ড করারও অভিযোগ ওঠে। রোববার (২৮ মে) বিকেলে সদর উপজেলার রূপদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী অসুস্থ। তার সুস্থতা কামনায় রোববার বিকেলে রূপদিয়া বাজারে দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন যুবলীগ। কিন্তু নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদকে ওই অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি বলে তিনি ক্ষিপ্ত হন।

দোয়া অনুষ্ঠানস্থল রূপদিয়া পানহাটে বিকেলে চেয়ারম্যান রাজু আহম্মেদ ৩০-৪০ জন সহযোগী নিয়ে সেখানে যান। তাকে কেন দাওয়াত দেওয়া হয়নি বলে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহমুদকে প্রথমে গালিগালাজ শুরু করেন। এমনকি চেয়ার ছুড়ে তাকেসহ অন্যদের মারধর করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন দোয়া অনুষ্ঠানে আসা লোকজন।

এক পর্যায়ে দোয়া অনুষ্ঠানটি পণ্ড করে দেন চেয়ারম্যান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতিতে আবারও দোয়া হয়।

এ বিষয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক প্রভাষক আল মাহমুদ বলেন, দাওয়াত না দেওয়ায় উপজেলা চেয়ারম্যানের দোয়া অনুষ্ঠান পণ্ড করে দিয়েছিলেন রাজু আহম্মেদ। এছাড়া চেয়ার ছুড়ে লোকজনদের মারধরও করেন। পরে পুলিশের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান হয়।

তবে হামলার বিষয়টি মিথ্যা দাবি করেছেন চেয়ারম্যান রাজু আহম্মেদ। তিনি সাংবাদিকদের বলেছেন, ওখানে যেয়ে আমি প্রশ্ন করি আমাকে কেন দাওয়াত দেওয়া হয়নি। এরপর অনুষ্ঠানে এক নেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে আমার কর্মীরা অনুষ্ঠানে রুখে দেয়, তবে কেউ হামলা করেনি। হামলার বিষয়টি মিথ্যা।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মিলন রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।