খাবার কিনে বাড়ি ফেরা হলো না শিশু আবু বকরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৮ মে ২০২৩

বগুড়ার আদমদীঘিতে বাসের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর সিদ্দীক (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডালম্বা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আবু বক্কর উপজেলার ডহরপুর গ্রামের শামীম ইসলামের ছেলে। সে পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার ডালম্বা বটতলী এলাকায় একটি দোকানে খাবার কিনে বাড়ি ফিরছিল শিশু আবু বক্কর সিদ্দীক। সড়ক পারাপারের সময় বগুড়াগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।