কেসিসিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি হবে না: আউয়াল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২৮ মে ২০২৩

খুলনা সিটি করপোরেশনকে (কেসিসি) দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী আব্দুল আউয়াল। তিনি বলেছেন, কেসিসিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি হবে না।

রোববার (২৮ মে) দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ২৮ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

মেয়রপ্রার্থী আউয়াল বলেন, মানবিক কারণে পায়েচালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। ব্যাটারিচালিত রিকশা, ইজি-অটোবাইক এবং জ্বালানি তেলচালিত মাহিন্দ্রাসহ অন্য হালকা যানবাহনের লাইসেন্স ফি অর্ধেক করা হবে। কেবল প্রকৃত ড্রাইভারদের লাইসেন্স দেওয়া হবে। খুলনা সিটির বিভিন্ন গাড়ির স্ট্যান্ড ও মালামাল ওঠা-নামার ঘাটগুলোকে চাঁদাবাজি বন্ধ করা হবে।

তিনি বলেন, ৩০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে। ট্রেড লাইসেন্স ফি অর্ধেক করা হবে। কেসিসির বর্ধিতকরণ প্রকল্পে যেসব নতুন এলাকা যুক্ত করা হয়েছে, সেসব এলাকার হোল্ডিং ট্যাক্স পাঁচ বছরের জন্য মওকুফ করা হবে। তাদের পানির লাইন বিনা খরচে দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে নতুন এলাকার রাস্তাঘাট ও স্যুয়ারেজ লাইন মানসম্মতভাবে স্বল্প সময়ের মধ্যে করা হবে।

ইসলামী আন্দোলনের এ মেয়রপ্রার্থী আরও বলেন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ করা হবে। টেকসই ও উন্নত রাস্তাঘাট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। কেসিসিতে টেন্ডার হবে কিন্তু টেন্ডারবাজি হবে না। ই-টেন্ডারিং চালু করা হবে। কেসিসির সামগ্রিক আয়-ব্যয়ের রিপোর্ট প্রতিবছর প্রকাশ করা হবে।

আলমগীর হান্নান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।