সাতক্ষীরায় ভটভটিচাপায় প্রাণ গেলো শিশুর
সাতক্ষীরার কালিগঞ্জে ভটভটির চাকায় পিষ্ট হয়ে জিম (১০) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত জিম উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
রোববার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়ার জিরোনগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিরোনগাছা মোড়ে জিম তার নানার সঙ্গে হেঁটে যাচ্ছিল। একপর্যায়ে সামনে থেকে বালুভর্তি ভটভটিটি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরে স্থানীয়রা ভটভটিটি আটক করে পুলিশে দেয়। তবে এসময় ভটভটিচালক কৌশলে পালিয়ে গেছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ঘটনাস্থল থেকে ভটভটিটি জব্দ করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এমআরআর/এমএস