কর্ণফুলী নদীতে জেলের জালে উঠে এলো রাক্ষুসে সাকার ফিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৭ মে ২০২৩

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিদেশি প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।

শনিবার (২৭ মে) সকালে চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপো এলাকার কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে সমুল্য মল্লিকের জালে এই মাছ ধরা পড়ে।

সমুল্য মল্লিক বলেন, আমরা কয়েকজন কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে সকালে এই মাছটি আমাদের জালে পাই। পরে জানতে পারলাম এটা নিষিদ্ধ মাছ। আমরা এটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে পৌঁছে দেবো।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাপ্তাইয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সাকার মাউথ ক্যাটফিশ দেশীয় প্রজাতির জন্য হুমকি এবং নদীর তলদেশের জলজ পরিবেশের জন্য ক্ষতিকর। ১৫ জানুয়ারি সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর আইন অধিশাখার এক প্রজ্ঞাপনে দেশে চূড়ান্তভাবে এই মাছ আমদানি, বিপণন, বংশ বিস্তার এবং চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সাইফুল উদ্দীন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।