ভেজাল ধানের বীজ বিক্রি, ৩ ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৭ মে ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধায় নিম্নমানের ভেজাল ধানের বীজ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার বড়খাতা, বিডিআর বাজার, দিঘীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন।

অভিযানে উপজেলার বড়খাতা বাজারের শুভেচ্ছা ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান হাবুকে ১০ হাজার টাকা, বাবু সার ঘরের মালিক জাকি মুজাহিদ জুয়েলকে দুই হাজার, বড়খাতা কৃষি ঘরের মালিক মশিয়ার রহমানের তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ভেজাল বীজে মেহেরপুরে চাষিদের মাথায় হাত

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলী উপস্থিত ছিলেন।

jagonews24

বীজ কিনতে আসা কৃষক আব্দুল করিম বলেন, বাজারে এসে শুনি দোকানে নাকি ভেজাল বীজ বিক্রি হচ্ছে। বীজ কিনলে তো ঠকে যেতাম। ভেজাল বীজ যাতে বিক্রি করতে না পারে সেজন্য প্রতিমাসে ভ্রাম্যমাণ আদালত অভিযান করা উচিত।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন জাগো নিউজকে বলেন, আমরা বেশ কয়েকটি দোকানে যাচাই করেছি। যাদের দোকানে অনুমোদনহীন বীজ পাওয়া গেছে তাদের সংশ্লিষ্ট আইন অনুযায়ী জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

রবিউল হাসান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।