কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেলো ভাইবোনসহ ৩ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৬ মে ২০২৩
ফাইল ছবি

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশায় থাকা ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ অন্তত চারজন।

শুক্রবার (২৬ মে) দুপুরে ঢাকা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার কবিচন্দ্রাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের বাসিন্দা আল-আমিন (৩৬), তার বড় বোন সালেহা বেগম (৪৬) ও চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোকসানা আক্তার (৩০)।

আহতরা হলেন অটোরিকশাচালক দাউদকান্দির তিনপাড়া গ্রামের শান্ত মিয়া (২৫), আফারকান্দা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান (২৫), তার স্ত্রী রীনা আক্তার (২২) ও তাদের আড়াই বছরের মেয়ে নুসরাত ফারিয়াহ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চাঁদপুরের রহিমানগর থেকে জৈনপুরী পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে দাউদকান্দির কবিচন্দ্রাদি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাইবোনসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অটোরিকশাচালকসহ চারজনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আলমগীর হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।