প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার সঙ্গে কাজ করবো: মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৫ মে ২০২৩

নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, কয়েক মাস পর জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার সঙ্গে কাজ করবো।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

মাশরাফি বলেন, কাজ করতে গেলে ভুল হতে পারে। মনের অজান্তে যদি কখনও কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলে মানুষ ছোট হয় না।

jagonews24

আরও পড়ুন: নড়াইলে ‘জনতার মুখোমুখি’ মাশরাফি 

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ রিয়াজ মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল সাহা, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. তরিকুল ইসলাম উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।


হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।