গাজীপুর সিটি নির্বাচন

ইভিএমে ত্রুটি, দেরিতে ভোটগ্রহণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৫ মে ২০২৩
ইভিএমে সমস্যা দেখা দেওয়ায় গাছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন বাড়তে থাকে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টার আগ থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি দেখা দেওয়ায় ৮টায় ভোটগ্রহণ শুরু করতে পারেননি প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তারা। কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।

গাছা থানা এলাকার ২৬৫ নম্বর কেন্দ্র গাছা উচ্চ বিদ্যালয়। এ কেন্দ্রের কয়েকটি বুথেই ইভিএম সমস্যার কারণে ভোট গ্রহণ বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এছাড়া ভোটার তালিকার সঙ্গে ইভিএম সফটওয়্যার না মেলায় সমস্যা হচ্ছে।

লাইনে দাঁড়ানো ভোটাররা জানান, সকাল থেকেই রোদে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ বোধ করছেন। কেউ কেউ ভোট না দিয়ে ফিরে গেছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে না পারায় অনেকেই অসন্তুষ্ট প্রকাশ করেছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিনারুদ্দিন জাগো নিউজকে বলেন, ইভিএমের সফটওয়্যার সমস্যা থাকার কারণে সঠিক সময়ে ভোটাররা ভোট দিতে পারেনি। এছাড়া ভোটার তালিকার সঙ্গে ইভিএমের তালিকায় কিছুটা গরমিল থাকায় সমস্যা হচ্ছে। আমার কেন্দ্রে সকাল সাড়ে ৯টার পর থেকে সবগুলো বুথে ভোটগ্রহণ শুরু হয়। এতে করে ভোটারদের লাইন দীর্ঘ হয়েছে।

আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।