বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৪ মে ২০২৩
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে আদনান নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে।

বুধবার (২৪ মে) বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদনানের বাবা মমিনুল ইসলাম ঢাকায় রাজমিস্ত্রি ও মা আয়েশা বেগম গার্মেন্টসে কাজ করেন। বাকপ্রতিবন্ধী শিশুটি তার দাদা-দাদির সঙ্গে বাড়িতে থাকে। সে আশপাশের শিশুদের সঙ্গে খুব একটা মেলামেশা করতো না। নিজের খেয়াল-খুশি মতো একা একাই খেলাধুলা করতো।

বুধবার দুপুর আড়াইটার দিকে সে তার দাদির হাতে খাবার খেয়ে বাড়ির উঠানে খেলতে থাকে। তার দাদি গৃহস্থালি কাজে বাড়ির পেছনে যান। এদিকে খেলাধুলা করতে করতে সবার অজান্তে আদনান পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির দাদা বাড়িতে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল তিনটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে আদনানের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, নিহত শিশু আদনানের বাবার সঙ্গে মোবাইলফোনে কথা হয়েছে। তিনি আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।