হিলিতে পেঁয়াজের দাম কমেছে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২০ মে ২০২৩

আমদানির খবরে একদিনের ব্যবধানে হিলিতে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ১২ টাকা। শনিবার (২০ মে) বিকেলে হিলি বাজারে বাজারের বিভিন্ন দোকানে ৬৮ টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ৮০ টাকা ও শুক্রবার ৭০-৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছে।

আরও পড়ুন: দাম কমেছে পেঁয়াজের

পেঁয়াজ বিক্রেতা রমিজ উদ্দিন বলেন, কয়েক দিন ধরে শুনছি আবারও পেঁয়াজ আমদানি শুরু হবে। এমন খবরে ব্যবসায়ীরা খুব বিপাকে পড়েছেন। আমদানি কম থাকলে দাম বাড়ে আবার বেশি হলে দাম কমে।

শাকিল হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, বাণিজ্যমন্ত্রী নাকি বলেছেন ভারত থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হবে। এ কারণে দাম কখনো কমছে আবার বাড়ছে।

হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, পেঁয়াজ আমদানির উড়ো খবর আমরা শুনেছি। আগামীকাল অফিস খুললে জানা যাবে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।