ট্রেনের বগি লাইনচ্যুত

টিকিটের টাকা ফেরত পাবেন ৪ ট্রেনের যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২০ মে ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে বগি লাইনচ্যুতের ঘটনায় চারটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত পাবেন যাত্রীরা। শনিবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রুম্মান আহমদ।

তিনি জানান, চারটি ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে নিয়ে যাওয়ার জন্য যাত্রীদের জানানো হয়েছে। যেখান থেকে যাত্রীরা টিকেট করেছেন সেখান থেকে টাকা ফেরত নিতে পারবেন।

আরও পড়ুন: ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা যোগাযোগ বন্ধ

মো. রুম্মান আহমদ আরও জানান, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনি এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি যাত্রা বাতিল হয়েছে। শ্রীমঙ্গল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার পথে চলাচল করবে।

শনিবার ভোর ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাইনের ওপর গাছ উপড়ে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।

আব্দুল আজিজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।