লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১১:৫০ এএম, ২০ মে ২০২৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে তুলসী রানী (৪৬) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) সকাল ৮টায় উপজেলার কবরস্থান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন তুলসী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গাপাড়ার সুবলচন্দ্রের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তুলসী রানীর মৃত্যু হয়। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেন।

তুলসী রানীর ছেলে শংকর রায় বলেন, মা মাথার সমস্যাজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার বিকেল থেকেই তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে খবর পেয় রেললাইনের ওপর মায়ের মরদেহ শনাক্ত করি।

বুড়িমারী রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম জাগো নিউজকে বলেন, পাটগ্রামের কবরস্থান বাজার এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে মরদেহ উদ্ধার করবে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে বিষয়টি দেখবে রেলওয়ে পুলিশ।

রবিউল হাসান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।