ভোলায় মৃত চিত্রা হরিণ উদ্ধার
ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি মৃত চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া হরিণটি বৃহস্পতিবার (১৮ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চরকুকরি-মুকরি বন বিভাগে অফিসের পাশে মাটিতে পুঁতে ফেলা হয়।
এর আগে সন্ধ্যার দিকে চরকুকরি-মুকরি ইউনিয়নের পাতিলার খাল এলাকা থেকে উদ্ধার করা হয় ওই হরিণটি।
চরকুকরি-মুকরি রেঞ্জ কর্মকর্তা সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে পাতিলার খাল এলাকায় স্থানীয় এক যুবক মৃত হরিণটিকে খালের পানিতে ভেসে যেতে দেখে আমাদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে অফিসের পাশে মাটিতে পুুঁতে ফেলি। তবে হরিণে শরীরে কোন আঘাতের চিহৃ ছিল না।
তিনি আরও জানান, মৃত হরিণটি চিত্রা হরিণ। এটির বয়স প্রায় এক বছর হতে পারে। ওজন প্রায় ২০ কেজির মত। ধারণা করছি হরিণটি যে বনে ছিল সেখানে জোয়ারের পানির চাপে পানিতে ডুবে মারা গেছে।
জুয়েল সাহা বিকাশ/জেএইচ