গাজীপুরে এক কবরস্থান থেকে ২০ কঙ্কাল চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১৮ মে ২০২৩

গাজীপুরে একটি কবরস্থান থেকে অন্তত ২০টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে নগরীর গাছা এলাকার ওই কবরস্থানে একটি মরদেহ দাফন করতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পায়।

স্থানীয় জানান, কঙ্কাল চুরি করে কবরগুলো ফের মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে কবর থেকে মাটি সরে যাওয়ায় কবরের ওপর দেওয়া বাঁশ দেখা যায়। পুরো কবরস্থান ঘুরে দেখা যায়, অন্তত ১৫-২০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে কঙ্কালগুলো চুরি হয়েছে।

আরও পড়ুন: গোরস্তানে কবর খুঁড়ে ১০ কঙ্কাল চুরি

মামুনুর রশিদ নামের স্থানীয় এক বাসিন্দা জানান, একটি মরদেহ দাফনের জন্য ওই কবরস্থানে নিয়ে গেলে বিষয়টি সবার নজরে পড়ে। কবর থেকে মাটি সরানো দেখে সন্দেহ হয়।

গাজীপুরে এক কবরস্থান থেকে ২০ কঙ্কাল চুরি

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, কঙ্কাল চুরির বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি। আপনার কাছ থেকে প্রথম শুনলাম। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।