গরুর খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৮ মে ২০২৩
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশা পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সকেলা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মইশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সকেলা বেগম ওই গ্রামের সেকেন মণ্ডলের স্ত্রী।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চাঁদ আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে গরুর খাবার দিতে যান সকেলা বেগম। তিনি গোয়ালঘরে দাঁড় করানো একটি লোহার রড হাত দিয়ে ধরার কিছুক্ষণ পর মাটিতে পড়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউন্সিলর আরও বলেন, সম্ভবত আগে থেকেই বিদ্যুতের তার লিক আউট হয়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। তবে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।