কুয়াকাটায় ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৭ মে ২০২৩

পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে শত শত মানুষ ভিড় জমান।

বুধবার (১৭ মে) বিকেল ৪টায় কুয়াকাটা সংলগ্ন আলীপুর আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৫টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম স্থান অধিকার করেছে ‘সোনার বাংলা’ নামের একটি ঘোড়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাজীপুর এলাকা থেকে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা রুহুল আমিন বলেন, ‘সকালে শুনেছি এখানে ঘোড়ার দৌড় হবে। তাই আসছি। আগে শুনেছি কিন্তু দেখিনি। অনেক ভালো লাগলো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জাগো নিউজকে বলেন, মাঝে মধ্যে এমন কিছু অনুষ্ঠান করতে পারলে তরুণরা আর মাদকাসক্ত হবেন না। অসংখ্য মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেছেন।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।