ছোটমণি নিবাসে ঠাঁই হলো পাগলির যমজ সন্তানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৭ মে ২০২৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর দুই যমজ নবজাতককে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুর ২টায় ওই দুই নবজাতককে অ্যাম্বুলেন্সে আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানো হয়। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এম সাজ্জাদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তপু রায়হান রাব্বিসহ হাসপাতালের চিকিৎসক ও ফুলপুর থানা পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এম সাজ্জাদুল হাসান বলেন, উপজেলা শিশুকল্যাণ বোর্ডের নির্দেশনায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই দুই নবজাতককে আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ওই মানসিক ভারসাম্যহীন তরুণী (২২) এক বছর ধরে ফুলপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মাস খানেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তপু রায়হান রাব্বি তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে আল্ট্রাসনোগ্রাফি করার পর ওই নারী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়।

গত রোববার ভোরে প্রসব ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি মো. তপু রায়হান রাব্বি বলেন, জন্মের পর শিশু দুটির ওজন কম হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এনআইসিইউতে থাকার পর সুস্থ হলে তাকে আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন


মঞ্জুরুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।