মোখার পর সাগরে ঝড়, ট্রলার ডুবে প্রাণ গেলো জেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৭ মে ২০২৩
ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার পর সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে এক জেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ মে) ভোর ৪টার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড মেম্বার আক্তার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাস (৩৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের আদিনাথ মাস্টারের বাড়ির যশোদা কুমার দাসের ছেলে।

ইউপি মেম্বার আক্তার কামাল বলেন, শনিবার (১৩ মে) কুতুবদিয়ার রত্ন সেন দাসের মালিকানাধীন এফবি সাগর নামের একটি ট্রলার ১৪ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। তাদের সঙ্গে জেলে বিশ্বনাথও ছিলেন। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে তারা কূলে ফিরে আসেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার দিকে ট্রলারটি আবারও বঙ্গোপসাগরে যায়।

রাত দেড়টার দিকে কূলে ফেরার সময় গুলিদ্ধার এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ঝড়ে ১৪ জেলেসহ ট্রলারটি উল্টে যায়। পরে ১৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বিশ্বনাথ। অন্য একটি ট্রলার নিয়ে খোঁজাখুঁজির পর বুধবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৪-৫টি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারটি সাগর থেকে টেনে কূলে নিয়ে আনা হয়েছে বলে শুনেছি। তবে থানায় কেউ লিখিত জানাননি।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।