বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
বঙ্গবন্ধু রেলসেতুর পূর্বপাশ অংশের স্ট্রাকচারাল পণ্যের শেষ চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি সান ইউনিটি। বুধবার (১৭ মে) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ বলেন, গত ২ মে ভিয়েতনামের হাইপং বন্দর থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি সান ইউনিটি। এরপর বুধবার বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এ জাহাজে সেতুর ওপরিভাগের মূল স্ট্রাকচারের ১৬৯ প্যাকেজের ১ হাজার ৫৪৮ মেট্রিক টন পণ্য রয়েছে।
স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, দুপুর থেকেই পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। পণ্য খালাস শেষে জাহাজটি ১৯ মে মোংলা বন্দর ত্যাগ করবে। আর খালাস করা পণ্য পাঁচটি বার্জে (নৌযান) করে নদীপথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোর জেটিতে নেওয়া হবে।
তিনি বলেন, বুধবার যে চালানটি এসেছে এটি রেলসেতুর পূর্বপাশের স্ট্রাকচারাল পণ্যের শেষ চালান। এর মাধ্যমে সেতুর অর্ধেক ভাগের (পূর্বপাশের) স্ট্রাকচার পণ্যের আমদানি শেষ হলো। এখন আসবে পশ্চিমপাশ অংশের সেতুর ওপরিভাগের বাকি স্ট্রাকচার পণ্য।
আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম