বেনাপোলে ৪৭০ নকল ড্রাইভিং লাইসেন্সসহ আটক ১

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৭ মে ২০২৩

বেনাপোল চেকপোস্টে ৪৭০ নকল ড্রাইভিং লাইসেন্সসহ আব্দুস সবুর (৪৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৭ মে) সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুস সবুর সাতক্ষীরা চিংড়াখালি গ্রামের মীর নূর ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে নজরদারির বাড়ানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে আব্দুস সবুরের ব্যাগ চেক করলে ৪৭০ নকল ড্রাইভিং লাইসেন্স পাওয়ায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালো বাজারে প্রায় ৩৮ লাখ টাকায় বিক্রি হতো। এ ঘটনায় মামলার পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।