ঘূর্ণিঝড় মোখা

টেকনাফে আশ্রয় নেওয়াদের সেন্টমার্টিন ফিরতে লাগবে না ট্রলার ভাড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৬ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখার প্রকোপ থেকে বাঁচতে সেন্টমার্টিনের যেসব বাসিন্দা টেকনাফে আশ্রয় নিয়েছেন তাদের বাড়ি ফেরার ট্রলার ভাড়া ফ্রি করে দিয়েছে সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতি।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যার দিকে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ।

তিনি বলেন, ঝড়ের প্রভাব থেকে রক্ষা পেতে দ্বীপের যেসব বাসিন্দা বাইরে অবস্থান নিয়েছিলেন তাদের বাড়ি ফিরতে সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে ট্রলার ভাড়া ফ্রি করা দেওয়া হয়েছে। বিনা খরচে এসব বাসিন্দারা দ্বীপে ফিরতে পারবেন।

রশিদ আহমেদ আরও বলেন, আমাদের সমিতিতে ৩২টি ট্রলার আছে। মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য যারা ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাবেন তাদেরও সার্ভিস বোটের ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।