পচা-ফাটা ডিমে বেকারি পণ্য তৈরি, জরিমানা ২০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৬ মে ২০২৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ মে) দিনব্যাপী অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছে।

jagonews24

অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, আলমডাঙ্গা পৌরসভা এলাকার আনন্দধাম ক্যানালের পাশে মেসার্স মনি ফুড প্রোডাক্টস নামের বেকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, কেকসহ বেকারি পণ্যে পচা, ফাটা দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহার ইত্যাদির অপরাধে মালিক মো. মনিরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি ১০ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেসার্স ফাতেমা স্টোরের মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ভেজাল ও মানহীন পণ্যের বিষয়ে ভোক্তাকে সচেতন হতে হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হুসাইন মালিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।