মেডিকেলে চান্স না পেয়ে তরুণীর আত্মহত্যা
মেডিকেলে ভর্তি হতে না পেরে কুষ্টিয়ার মিরপুরে গলায় ওড়না পেঁচিয়ে হাফসা খাতুন (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চারমাইল তাতিবন্ধ এলাকায় এ ঘটনা ঘটে।
হাফসা খাতুন উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল তাতিবন্ধ এলাকার ইদ্রিস মণ্ডলের মেয়ে।
নিহতের মা সিমা খাতুন জানান, হাফসা কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ পেয়েছে। এর আগেও এসএসসি পরীক্ষায় গোল্ডেন-৫ পেয়েছে সে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তার হবে। এবার মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিল সে। অকৃতকার্য হওয়ায় কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়ে। চান্স না পাওয়ার পর থেকে সে মানসিক অস্থিরতায় ছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু বলেন, হাফসা খাতুনসহ তার দুই বান্ধবী মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিল। দুই বান্ধবী চান্স পেলেও হাফসার চান্স না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল মামুন সাগর/আরএইচ/জেআইএম