ফরিদপুরে উপ-খাদ্য পরিদর্শক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৪ মে ২০২৩

ফরিদপুরে দুর্নীতি মামলায় মো. ছানোয়ার হোসেন (৪১) নামের একজন উপ-খাদ্য পরিদর্শককে গ্রেফতার করেছে দুদক। রোববার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন থেকে তাকে আটক করা হয়।

তিনি বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছানোয়ার হোসেন ঢাকার ধামরাইয়ের নওগাঁও বাজারের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

আরও পড়ুন: খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ ধান, চাল ও গম আত্মসাৎ করেন ছানোয়ার। আত্মসাৎকৃত মালামালের মধ্যে ৭৩ হাজার ৭৬৩ মেট্রিক টন চাল, ৩ হাজার ৩৭৪ মেট্রিক টন গম, ১৯ হাজার ৯৫০ মেট্রিক টন ধান ও ৮ হাজার ৮৪১ টি খালি।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেন। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

রোববার দুপুরে দুদকের একটি দল ছানোয়ার হোসেনকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেফতার করে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।