ট্রাকে করে গরু চুরি, জনতার ধাওয়ায় পালাতে গিয়ে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ১৩ মে ২০২৩

জামালপুরের মাদারগঞ্জে ট্রাকে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে গণধোলাই খেয়ে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ মে) দিনগত রাত ৩টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুরি হওয়া দুটি গরুসহ চুরির কাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার মৃত ইস্কান্দারের ছেলে শ্যামলের দুটি গরু চুরি হয়। পরে গরুর মালিকের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ট্রাক আটকানোর চেষ্টা করেন। এসময় এক চোর ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় টিনে পা কেটে গুরুতর আহত হন। ট্রাকচালক মুকুলকে (৩১) গণধোলাই দিলে তিনিও গুরুতর আহত হন।

আহত ট্রাকচালক রাজশাহীর তানোর উপজেলার নবনব গ্রামের জব্বার আলী ছেলে। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই চোরকে আটক করে। পরে তাদের জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত চোরকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, জনতার ধাওয়া খেয়ে একজন পালানোর সময় টিনে পা কেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।