বরগুনায় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় মোখার কারণে বরগুনায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে নদী বন্দর কর্তৃপক্ষ। শনিবার (১৩ মে) সকাল থেকে ঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এম কে শিপিং কোম্পানির ম্যানেজার মো. এনায়েত হোসেন জাগো নিউজকে জানান, নদী বন্দর কর্মকর্তার নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রেখেছি। পুনরায় চলাচলের নির্দেশ পেলে আমরা ঘাট থেকে লঞ্চ ছাড়বো।
সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান জানান, অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশে বরগুনা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
আরএইচ/জিকেএস