ঘূর্ণিঝড় মোখা

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৩ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসাবে ফেরি ব্যবহার করছেন যাত্রীরা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে। দুপুর পর্যন্ত এ রুটে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

শনিবার (১৩ মে) সকাল থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকতে দেখা যায়।

jagonews24

বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. আফতাব হোসেন জানান, কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী সকাল থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকার কথা থাকলেও রাত থেকেই বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপোসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে যে কোনো সময় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠতে পারে। তাই নৌ-দুঘর্টনা এড়াতে ঊর্ধ্বতন কতৃর্পক্ষের নিদেশনা অনুযায়ী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

jagonews24

এদিকে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, এখন পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঊধ্র্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক খোঁজ রাখছেন। যখন যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী কাজ কাঁ হবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৫ ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/এএ্চি/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।