ভ্যানচালক হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:০৯ পিএম, ১২ মে ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে আব্দুল আলিম নামের এক ভ্যানচালককে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মে) দিনগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেফতাররা হলেন ওই গ্রামের গাইন পাড়ার আব্দুল কাদেরের ছেলে সাইদুল ইসলাম সাদু (৫৫) ও তার ছেলে সেন্টু (২৫)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ এপ্রিল চাচাতো ভাই ও ভাতিজার হাতে খুন হন ভ্যানচালক আব্দুল আলিম। একই সময়ে আহত হন চাচা খলিলুর রহমান। এ ঘটনায় নিহত আব্দুল আলিমের স্ত্রী মানুয়ারা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। এ মামলার এজাহারনামীয় আসামি সাইদুল ইসলাম ও তার ছেলে সেন্টু। তারা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাতলামারী গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করে।

আসিফ ইকবাল/এসআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।