ঘূর্ণিঝড় ‘মোখা’

সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:২৬ এএম, ১২ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) সকালে মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে। মোংলার পশুর ও মোংলা নদী দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

 Source https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/mongla-2-20230512102542.jpg

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে সুন্দরবনে জোয়ারের পানি বাড়ছে 

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত। সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় আকাশে মেঘ থাকবে তবে আগামী ১৩ ও ১৪ মের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

jagonews24

সুন্দরবন পূর্ব বনবিভাগের কর্মকর্তা মো. আজাদ কবির জানান, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও মোখার প্রভাবে সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সাগর ও নদী উত্তাল রয়েছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/জিকেএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।