ঘূর্ণিঝড় ‘মোখা’

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত জনবলসহ পায়রা বন্দরের নৌযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১১ মে ২০২৩

পটুয়াখালীর পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক জানান, ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ কাজ করবে। ইতোমধ্যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এ বিষয় অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে পায়রা সমুদ্র বন্দরের সর্বশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বন্দর চেয়ারম্যান বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে দুর্গম এলাকা থেকে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্র সরিয়ে নিতে বন্দরের নৌযান গুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

jagonews24

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে উপকূলবাসী 

এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা চালাতেও বন্দরের নৌযান, জনবলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।

এসময় পায়রা বন্দরের সদস্য কমোডোর রাজিব ত্রিপুরা, সদস্য (হারবারো ও মেরিন) ক্যাপটেন জাহিদ হোসেন, পরিচালক (প্রশাসন) কাজি ফারুক, পায়রা বন্দরের সচিব সোহরাব হোসেন, উপ-পরিচালক (ট্রাফিক)আজিজুর রহমানসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।