বকশিশের ১০০ টাকার জন্য যুবককে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১০ মে ২০২৩

কুমিল্লা সদর দক্ষিণে বকশিশের ১০০ টাকার ভাগাভাগির দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে মো. মারুফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১০ মে) সকাল ৮টার দিকে উপজেলার বেলতলী এলাকায় এসকে পেট্রোল পাম্পে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মারুফ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে।

ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বি (২২) পলাতক। তিনি একই উপজেলার বেলতলীর কৃষ্ণপুর গ্রামের শাহজান মিয়ার ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে দেবাশীষ চৌধুরী জানান, রাব্বি ও মারুফ দুজনই এসকে পেট্রোল পাম্পের নজেলম্যান। এক ব্যক্তি তার গাড়িতে পেট্রোল ভরে বকশিশ হিসেবে ১০০ টাকা দেন। এ টাকা বন্টন নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। একপর্যায়ে পাম্পের ভেতর থেকে ফল কাটার ছুরি এনে মারুফকে বিদ্ধ করেন রাব্বি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে পাম্পেই মারা যান মারুফ।

ওসি দেবাশীষ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রাব্বি পলাতক। তাকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।