মৌলভীবাজারে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০৯ মে ২০২৩
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা সুনীল গোয়ালা (৩০)। মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের নতুন টিলা লাইনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে চাচা চন্দ্র গোয়ালা (৫০) পলাতক রয়েছেন। নিহত সুনীল ওই বাগানের শ্রমিক কমল গোয়ালার ছেলে।

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ের গাজিপুর চা বাগানের ইউপি সদস্য বিদ্যাসাগর জাগো নিউজকে বলেন, চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার সময় চন্দ্র গোয়ালা ভাতিজার ঘরের সামনে গিয়ে তাকে গালিগালাজ করেন। এসময় ভাতিজা সুনীল প্রতিবাদ করলে এক পর্যায়ে চন্দ্রের হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে সুনীল মারাত্মক আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সুনীল মারা যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গাজীপুর চা বাগান এলাকায় তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়া হয়। একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরিকাঘাত করেন। এতে সুনীল গোয়ালা মারাত্মক আহত হন। পরে বাগানের শ্রমিকরা সুনীলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সুনীলের চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি আব্দুস ছালেক।

আব্দুল আজিজ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।