নরসিংদীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
নরসিংদীর রায়পুরায় আগুনে পুড়ে হামিম মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় চারটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার ভেলুয়ারচর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামিম মিয়া ওই গ্রামের সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে শফিকুল ইসলামের বসতঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আরও চারটি বসতঘরে পুড়ে যায়। এসময় হামিম মিয়া নিহত হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় আগুনে পুড়ে বাবা-ছেলের মৃত্যু
নিহতের মা তানিয়া বেগম জানান, দুপুরে ছেলেকে খাইয়ে ধান আনতে যাই। পরে খবর পাই বাড়িতে আগুন লাগছে। এসে দেখি ঘরে আগুন জ্বলছে। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হই।
স্থানীয় শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল জানান, চরাঞ্চলে ফায়ার সার্ভিস আসার কোনো রাস্তা নেই। তাই স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সঞ্জিত সাহা/আরএইচ/এমএস